ক্রিকেটক্রিকেটখেলাধূলাবাংলাদেশসর্বশেষ নিউজ
দেশে ফিরলেন মুমিনুলরা
ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচের শেষ দিন ২০৯ রানে হারেন মুমিনুল হকরা। পরের দিনই আজ মঙ্গলবার (৪ মে) দেশের মাটিতে পা রাখলেন তারা।
জানা যায়, বাংলাদেশকে বহনকারী বিমানটি ৩টা ২৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সারাসরি নিজ নিজ বাসায় চলে যান। নিজ নিজ বাসায় তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন তারা।
সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ২০৯ রানে হারে বাংলাদেশ। চলতি মাসের শেষ দিকে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
টেস্ট খেলে আসা ক্রিকেটাররা ৭ মে থেকে এই সিরিজের জন্য অনুীশলনে যোগ দেবেন। চলবে ৯ মে পর্যন্ত। ঈদের ছুটি শেষ হবে ১৭ মে পর্যন্ত। ফের অনুশীলনে নামবে তারা। আগামী ২৩,২৫ ও ২৭ মে তিনটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ। তিনটি ম্যাচে বরাদ্দ ৩০ পয়েন্ট।