জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনাকালে শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে না পারা এক কৃষকের ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা মথুরাপুর গ্রামের কৃষক জাফর মন্ডলের জমির ধান কেটে দেন তারা। ধান কাটার শ্রমিক সংকট ও দাম বেশি থাকায় জাফর মন্ডল জমির ধান কাটতে পারছিলেন না এমন কথা শুনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধান কেটে দেয়ার আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর থানা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, পৌর শাখার সভাপতি অমিও মজুমদার অপু, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল ইসলাম আক্কাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মালেক, প্রফেসর রেজাউল ইসলাম, রাসেল রানা, জিওন বিন আজম, আব্দুল হান্নান, অহিদুল ইসলাম প্রমুখ। নেতাকর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষক জাফরের ১ বিঘা জমির ধান কেটে দেন। এতে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

Tags

Related Articles

Close