uncategorized
ঝড়-বৃষ্টিতেও থেমে নেই ছাত্রলীগের সেহরী বিতরণ
ঢাবি ক্যাম্পাসে ২১ তম দিনের মত সেহরী বিতরণ করলো বাংলাদেশ ছাত্রলীগ
![](https://newsroombd.com/wp-content/uploads/2021/05/IMG_20210504_050404_682-780x405.jpg)
নিউজরুমবিডি: মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ কর্মসূচির ২১ তম দিনে ঢাবি ক্যাম্পাসে আজ সেহরী বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ।
ঝড় বৃষ্টির মাঝেও অসহায় ও ভাসমান মানুষের জন্য ছাত্রলীগের সেহরীর প্যাকেট বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
রাত ১.৩০ মিনিট থেকে শুরু হয় সেহরী বিতরণ কার্যক্রম। নিয়মিত দৈনিক কার্যক্রমের অংশ হিসেবে সেহরী বিতরণের আগে থেকেই টিএসসি এলাকায় জড়ো হতে থাকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরা।
মাঝে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় সামান্য বিঘ্ন ঘটলেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একাগ্রতায় সেহরী বিতরন শেষ হয়। সেহরী প্রাপ্তদের মধ্যে বৃষ্টির বাধা সামান্য শংকার তৈরী করলেও খাবার পেয়ে তাদেরকে উচ্ছ্বসিত ও আনন্দিত দেখা যায়।