uncategorized
আপিল বিভাগের চূড়ান্ত রায় : মুজাহিদের ফাঁসির আদেশ বহাল
নিউজরুমবিডি.কম: মঙ্গলবার সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ২৭ মে খালাস চেয়ে করা মুজাহিদের আপিল শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত।
মুজাহিদের আপিল শুনানিতে গত ২৯ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ছয় কার্যদিবসে ট্রাইব্যুনালের রায় ও মামলা-সংক্রান্ত নথিপত্র (পেপারবুক) পাঠ শেষ করে আসামিপক্ষ। এর পর গত ২৫, ২৬ ও ২৭ মে মোট তিন কার্যদিবস আসামি ও রাষ্ট্রপক্ষে মামলায় যুক্তিতর্ক পেশ করা হয়।
আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ ছাড়া ২৫ পৃষ্ঠার লিখিত যুক্তিও আদালতে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল।
এর আগে বুদ্ধিজীবীহত্যাসহ মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ১৭ জুলাই ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। পরে এ আদেশ থেকে খালাস চেয়ে ২০১৪ সালের ১১ই আগস্ট উচ্চ আদালতে আপিল করেন জামায়াতের এই নেতা। এ আপিলের ওপর উভয়পক্ষের ৯ কার্যদিবসের শুনানি শেষে, ১৬ ই জুন রায়ের এ দিন ধার্য করেন প্রধান বিচারপতির আদালত।
২০১০ সালের ২৯ শে জুন জামায়াতের এই সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। বর্তমানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের কনডেম সেলে রয়েছেন তিনি। মুজাহিদের আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে জামায়াতের চতুর্থ কোন শীর্ষ নেতার আপিল নিষ্পত্তি হতে যাচ্ছে।