বাংলাদেশবিনোদনসর্বশেষ নিউজ

ঈদুল-ফিতরে আসছে ‘বাংলার হিরো’

সিনিয়র রিপোর্টার, নিউজরুমবিডি: আমাদের প্রকৃতিগত স্বভাবটাই এমন, প্রত্যেক মানুষই নিজেকে নিজের অবস্থান থেকে হিরোই ভাবি। হোক না সে বাড়ির মালিক কিংবা বাড়ির দারোয়ান। বাস্তবিক অর্থেই হিরোইজম অন্তরে ধারণ করাটাই মুখ্য! এমনি একটি গল্প নিয়ে আসন্ন ঈদুল-ফিতরে ‘বাংলার হিরো’ নাটক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শরিফুল ইসলাম শামীম।

নাটকিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ আ খ ম হাসান এবং উর্মিলা শ্রাবন্তি কর। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আ খ ম হাসান। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জিলফিকা জুই, খাইরুল আলম, রাজ্জাক, হৃদয়, আলতাবুর প্রমুখ।

গত ৫ ই এপ্রিল নাটকটির শ্যুটিং এর কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। পরিচালনার পাশাপাশি নাটকটির গল্প ও চিত্রনাট্যও করেছেন শরিফুল ইসলাম শামীম। নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা শরিফুল বলেন- ‘গল্পটি নিয়ে আমি খুবই আশাবাদী। শ্যুটিংও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তাছাড়া দুজন গুণী অভিনয়শিল্পী আছেন এতে। আ খ ম হাসান ভাই ও ঊর্মিলা শ্রাবন্তি কর আপু চমৎকারভাবে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।’

আসন্ন ঈদুল-ফিতরে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে ‘বাংলার হিরো’ নাটকটি!

Tags

Related Articles

Close