ছড়া/ কবিতাসাহিত্য

মনে পড়ে কি?

মনে পড়ে কি?

b1

 

 

 

 

 

 

 

কবি:তুহিন আহমেদ

মনে পড়ে কি আজও
তুমি আমি নৌকোয় সেদিন…
কাজল কালো ঝিলের জল, স্বচ্ছ টলমল।
পানির গভীর অবধি মাছেদের কত খেলা,
শ্যাওলাগুলো কোন সে তালে দোলছে…
শ্যাওলার গা জড়িয়ে থাকা শামুক
দেখে উদাসী মনে কত স্বপন,
আবেগে জড়ায়ে, বুকেতে মুখটি লুকালে তুমি।
বললে-
“শ্যাওলা-শামুক যেমন, ওভাবে আমায় রেখ আজীবন।”
আমি বলিনি কিছু, আনমনে কিছুক্ষণ
ভেতরের আমিটা বললো, “পারবে তো?”
পারবো ভেবে মাথা নাড়ালাম।
স্মিত মুখ তোমার, দেখলাম নবরূপ।
হঠাৎ বিরহী ভাটিয়াল সুর মাঝির কণ্ঠে,
তুমি বললে, “মাঝি ভাই, বিরহী থামাও।”
মাঝি বললো, “স্বপ্ন দেখছো, দেখে যাও
ভাঙ্গবে যখন, এ সুরে গাইবে তুমিও।”
একেলা এখন
নিত্য শুনি সেই গান, সুরে কেঁদে উঠে প্রাণ
গলা ছেড়ে কখনো দু’চার লাইন।
তুমি?
তুমিও কি, আমারই মতন?

ru

 

 

 

 

 

 

 

 

 

 

কবি: দক্ষিণ কোরিয় প্রবাসী

 

 

Related Articles

Check Also

Close
Close