ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টিকিট ‘সোল্ড আউট’ নিয়ে মুখ খুললেন সহজডটকম

14469666_1837095293189766_1711606520663509722_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের অনলাইন র্টিকিট ‘সোল্ড আউট’ বা বিক্রিত টিকিট নিয়ে মুখ খুললেন সহজডটকম।

মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৪০মিনিটে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অনলাইনে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু করে সহজডটকম। কিন্তু টিকিট ছাড়ার মাত্র সাত মিনিটের মাথায় ম্যাচের সব টিকিট বিক্রিত বা ‘সোল্ড আউট’ দেখায় বলে অভিযোগ উঠেছে ক্রিকেটপ্রেমীদের কাছ খেকে। এবার সেই অভিযোগের কারণ ব্যাখ্যা করেছে সহজডটকম।

বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রেসবক্সে সংবাদ সম্মেলনে সহজডটকম’র প্রধান নির্বাহী মালিহা কাদির বলেন, ‘আমরা মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে অল্প সংখ্যাক টিকিট ছেড়েছিলাম। রাত ১১টা থেকে ১২টার মধ্যে ২০ হাজার ইউনিক ভিজিটর আমাদের সাইটে ছিল। নিয়মমতে একজন ৩টা করে টিকিট নিশ্চিত করতে পারবে। কথা হলো, ২০ হাজার মানুষকে ৩টা করে টিকিট দিলে আমাদের ৬০ হাজার টিকিট লাগবে। আমরা বিসিবি থেকে অনলাইন কোটা থেকে মোট টিকিটের ৩০-৩৫ শতাংশ পেয়ে থাকি।’

এতো চাহিদা থাকায় ভিন্ন ভিন্ন সময়ে অনলাইনে টিকিটি ছাড়া হবে জানিয়ে মালিহা বলেন, ‘বাংলাদেশে অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এটা দেশের জন্য গৌরবের। বাংলাদেশ যে উন্নত হচ্ছে এটা তারই একটা অংশ। তবে টিকিট প্রত্যাশীদের চাহিদা অনেক। এজন্য আমরা ভিন্ন ভিন্ন সময়ে টিকিট ছাড়বো। প্রেস কনফারেন্স শেষেই আমরা কিছু পরিমাণ টিকিট ছাড়বো।’

Tags

Related Articles

Close