ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টেস্ট মর্যাদা পেল আয়ারল্যান্ড-আফগানিস্তান

IRE vs AFGক্রীড়া ডেস্ক : আইসিসি পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এর মধ্য দিয়ে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আবির্ভূত হল তারা। ১৭ বছর পর টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা বৃদ্ধি পেল।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত আইসিসির সভায় আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট মর্যাদা দেওয়ার বিষয়টি সর্বসম্মতিক্রমে পাস হয়। এখন থেকে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি।

১৯৮১ সাল পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ছিল ৭টি। ১৯৮২ সালে শ্রীলঙ্কা টেস্ট মর্যাদা পেলে সংখ্যাটা দাঁড়ায় আটে। এরপর ১৯৯২ সালে জিম্বাবুয়ে ও ২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলে সেই সংখ্যাটা হয় ১০।

গেল ১৭ বছর ধরে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা বাড়েনি। আজ সেটা বেড়ে গেল। নতুন করে টেস্ট খেলার মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।

Tags

Related Articles

Close