ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বসন্ত উৎসব

bosontoক্যাম্পাস প্রতিনিধি, ঢাবি: আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বসন্ত উৎসব ১৪২২’। ‘ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি’ (ডিইউসিএস) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে এই উৎসব।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন প্রমুখ।

আগামীকাল সকাল ১০ টায় শুরু হয়ে উৎসব চলবে রাত ৯ টা পর্যন্ত। উৎসবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল’ এর চমকপ্রদ পরিবেশনা থাকবে।মেলা প্রাঙ্গণ সাজানো হবে গ্রামীণ মেলার বিভিন্ন পরিবেশনা দিয়ে। যার মধ্যে থাকবে পুতুল নাচ, ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, গীতিনাট্য, মঞ্চ নাটক ও আবৃত্তিসহ নানা আয়োজন।

এছাড়া অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেনা ‘বাপ্পা মজুমদার এন্ড ফ্রেন্ডস’, ‘কিরণচন্দ্র রায়’ এবং ‘জলের গান’। ‘বসন্ত উৎসব ১৪২২’ এর পৃষ্ঠপোষকতা করছেন বসুন্ধরা গ্রুপের মোনালিসা ওমেন্স ক্লাব।

এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘দীপ্ত টেলিভিশন’, ‘কালের কণ্ঠ’, ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘ডেইলি সান’, ‘বাংলানিউজ টুয়েন্টিফোর’ ও ‘রেডিও ফুর্তি’।

Tags

Related Articles

Close