ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

পিএসএলে সেরার পুরস্কার পেলেন যারা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৫ম আসরের পর্দা নামলো মঙ্গলবার। করাচি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচে লাহোর কালান্দার্সকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে করাচি কিংস।

সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশী হিসেবে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফাইনালে ৩৮ বলে ৪টি চার ১টি ছক্কায় ৩৫ রান করেন খান সাহেব।

জমজমাট এই আসরে চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কার ছাড়াও আকর্ষনীয় অনেক ব্যক্তিগত পুরস্কারও ছিল। কোন ক্যাটাগরিতে কে সেরা হয়েছেন এক নজর দেখে নেওয়া যাক!

ম্যান অব দ্য ম্যাচ (ফাইনাল) :
ফাইনালে অপরাজিত ৬৩ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হন করাচি কিংসের বাবর আজম। তার ৪৯ বলের ইনিংসে ৭টি চারের মার ছিল।

ম্যান অব দ্য টুর্নামেন্ট :
টুর্নামেন্টে ১২ ম্যাচে ৪৭৩ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন করাচি কিংসের বাবর আজম।

সেরা ব্যাটসম্যান:
১২ ম্যাচে ৪৭৩ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন বাবর আজমই।

সেরা বোলার:
১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফ্রিদি।

সেরা উইকেট-রক্ষক:
পিএসএলের সেরা উইকেট-রক্ষক নির্বাচিত হয়েছেন লাহোর কালান্দার্সের বেন ডাঙ্ক।

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড:
মুলতান সুলতানস পেয়েছে স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড।

Tags

Related Articles

Close