জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
কালিগঞ্জ থেকে ডাকবাংলা সড়কে ব্যাপক জনদূর্ভোগ, সংস্কারের দাবিতে মানববন্ধন
তারেক জাহিদ,ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থেকে ডাকবাংলা সড়ক লাখ লাখ মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক। গ্রামীন জনগোষ্ঠির যোগাযোগের এই প্রধান সড়কটি দীর্ঘ ৭/৮ মাস ধরে অবহেলায় পড়ে আছে, এই সড়কে অতি ধুলা ও খানা খন্দের কারনে জনজীবণ বিপযস্থ হয়ে পড়েছে। জনগনের এই চরম দূর্ভোগ নিরশনে অতি গুরুত্বপূর্ণ এই রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে ঝিনাইদহ সদরের গান্না বাজারে মানববন্ধন করেছে সেচ্ছাসেবী গান্না ইউনিয়ন সেবা সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে ৬নং গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, “দীর্ঘ দিন এই রাস্তার কাজ বন্ধ রয়েছে, কিছু দিন আগে রাস্তার কাজ শুরু হলেও নিম্ন মানের পিচ ও পাথর দিয়ে দায়সারা কাজ জনগনের বাঁধার মুখে বন্ধ করতে বাধ্য হয় বর্তমান দূর্নীতিগ্রস্থ ঠিকাদার। তিনি আরো বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনার ব্যাপোক উন্নয়নকে কতিপয় এইসব দূর্নীতিবাজ ঠিকাদাররা বাধাগ্রস্থ করতে উঠেপড়ে লেগেছে, তিনি সরকারের উর্ধতন কর্তিপক্ষের দৃষ্টি আকর্শন করে দ্রুত এই রাস্তা সংস্কারের জোর দাবি জানান।”
এসময় গান্না বাজারের রাস্তার ২ পাশে শতশত জনতা মানববন্ধনে অংশগ্রহন করে রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উক্ত মানববন্ধনে সেচ্ছাসেবী গান্না ইউনিয়ন সেবা সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সাদ্দাম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সুজন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।