ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফলের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যায়ে অধ্যয়নরত অনার্স চতুর্থ বর্ষের (২০১৫-১৬) রেজাল্ট প্রদানসহ চার দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সরকারী এম এম আলী কলেজের সিক্ষার্থী মো. শিহাব উদ্দিন, ইসহাক হোসেন, মেহেদী হাসান ও সরকারী ইব্রাহিম খাঁ কলেজের শিক্ষার্থী তানজিনা ইসলাম প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন সরকারী কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

Tags

Related Articles

Close