ক্যাম্পাসসর্বশেষ নিউজ

রাবিতে ছাত্রলীগ নেতাসহ দুইজন ছিনতাইকারী গ্রেফতার: মটরসাইকেলে আগুন

ruবিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার বিকেল ৫টার দিকে সিনেট চত্বরের পাশে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক জনি আহমেদ ও তার সহচর বহিরাগত রাজন।
জানা যায়, বুধবার বিকেলের দিকে বিশ্ববিদ্যালয় সিনেট চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের দুইজন শিক্ষার্থীসহ আরও অনেকে। এসময় জনি ও রাজন এসে ছাত্রলীগ পরিচয় দিয়ে অন্যান্য শিক্ষার্থীদের সরে যেতে বলে এবং ঐ দুজন শিক্ষার্থীর পরিচয় নেয়। এক পর্যায়ে জনি ও রাজন তাদের বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে তাদের মোবাইল ও ২হাজার ৭০০টাকা নেয়। পরে কথা কাটাকাটি হয়। এসময় পাশে শাবাস বাংলাদেশ মাঠে খেলারত শিক্ষার্থীরা জনি ও রাজনকে ধরে ফেলে এবং মারধর করে।
এ সময় শিক্ষার্থীরা ছিনতাইকারীদের সঙ্গে আনা একটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ এসে জনি ও রাজনকে আটক করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করে।

Related Articles

Close