ক্যাম্পাসবাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করায় জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরতাল বিরোধী মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশে ছাত্রলীগ।
বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এম সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সোহাগ বলেন, ”যারা ৭১’র ১৬ ডিসেম্বরের বিজয় দেখেনি, তারা ১২টা ৫৫ মিনিটের (শনিবার দিবাগত রাত) বিজয় দেখেছে।” জাকির হোসেন বলেন, শেখ হাসিনা হাতকে শক্তিশালী রাখার জন্য ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা তাঁর পাশে থাকবে।
ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি আজ কলঙ্কমুক্ত হতে চলেছে।” সমাবেশে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।