বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে নতুন করে সাংবাদিক, পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ ২৫ জন করোনায় আক্রান্ত , মোট আক্রান্ত-৬৩৭

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলে করোনা  প্রকোপ বেড়েই চলেছে, ক্রমসই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরো ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬৩৭ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, মির্জাপুর ৮ জন, ঘাটাইল ১, সখীপুর ৩ জন, ধনবাড়ি ৩ জন, ভূঞাপুর ১ জন এবং কালিহাতী উপজেলায় ১ জন রয়েছে। অপরদিকে এ নিয়ে জেলায় মোট ১৩ জনের মৃত্যু নিশ্চিৎ হলো। বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২৫ জনের পজেটিভ আসে। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তি। এখন পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়, সুস্থ হয় ২২৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি গত ২৭ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরর্বতীতে করোনার নমুনার ফলাফলে তার পজেটিভ আসে। অপরদিকে নতুন আক্রান্তদের মধ্যে জনকন্ঠের স্টাফ রির্পোটার করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসা সখীপুর উপজেলায় তিনি এখানে এসে নমুনা দিয়ে যান। বর্তমানে তিনি ঢাকায় আছেন। এদিকে সখীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক বনও পরিবেশ বিষয়ক সম্পাদকও কোরনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের ৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই কনস্টেবল। এছাড়া কালিহাতী উপজেলায় পৌজান ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্তর রিপোর্ট পাওয়া গেছে বলেও জানান তিনি।

Related Articles

Close