বাংলাদেশ

দিনাজপুর আদিবাসী পরিষদ ও ছাত্র পরিষদের মানবন্ধন

Dinajpur Adibashi & Chatro Parisoder Mamabbandhan -08-08-16মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ আর্ন্তজাতিক আদিবাসী দিবস-২০১৬ পালন উপলক্ষে আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা ও আদিবাসী ছাত্র পরিষদ সংবাদ সম্মেলন এবং মানবন্ধন কর্মসুচী পালন করেছে। এবারের আর্ন্তজাতিক আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার’।

বিগত সোমবার (০৮ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর লিখিত বক্তব্য ও ৯ দফা দাবী পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলার সভাপতি শীতল মারডী। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলার সাধারন সম্পাদক আলেকজান্ডার হাঁসদাক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবানী উরাঁও, মহিলা বিষয়ক সম্পাদিকা জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা, আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি সোহেল পিতর মুরমু, সাধারন সম্পাদক রুবেল টুডু, দপ্তর সম্পাদক মঙ্গল হেমরম, জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বিমল মুরমু, সাংগঠনিক সম্পাদক শিবলাল টুডু।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শীতল মারান্ডী বলেন, ‘দিনাজপুর জেলার আদিবাসীরা শিক্ষাসহ সব ক্ষেত্রেই উপেক্ষিত। আদিবাসীদের শিক্ষাসহ অন্যান্য দাবী পূরণের জন্যে সরকারের প্রতি জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ, নয় দফা বাস্তবায়নের দাবী জানান।’

প্রেস কন্ফারেন্স শেষে একই দাবীতে আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখা প্রেসক্লাবের সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি সোহেল পিতর মুরমুর সভাপতিত্বে চলা মানববন্ধনে বক্তব্য রাখেন রুবেল টুডু, শিবানী উরাঁও, লাবু বেসরা প্রমূখ। মানববন্ধন সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মঙ্গল হেমরম।

Tags

Related Articles

Close