জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

সখিপুরের বহুরিয়া ইউনিয়নে অসহায় পরিবারের পাশে রফিক- সবুজ দুই ভাই

কামরুজ্জামান কনক, সখিপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ছোট পাথার পাড়ার হাজী মো. লেবু মিয়ার দুই ছেলে রফিকুল ইসলাম রফিক ও সবুজ আল মামুন দেশের এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। রফিকুল ইসলাম রফিক আরএসএল এন্টারপ্রাইজের পরিচালক, আর সবুজ আল মামুন কানাডা প্রবাসী। এই দুই ভাইয়রে মহৎ উদ্দ্যোগে করোনা ভাইরাস মহামারীর এই সংকটাপন্ন অবস্থায় রমজান মাসকে উপলক্ষ করে ৬০ টি পরবিারে ১ মাসরে খাবার – চাল, ডাল, ছোলা, চিনি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং আরও ২৫টি পরিবারকে নগদ তিন হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করেন।

পরে আরও অনেক অসহায় খেটে খাওয়া পরিবার সহযোগিতা চেয়ে তার বাবার সাথে যোগাযোগ করেন। এ সকল নিম্ন মধ্যবিত্তদের কথা চিন্তা করে লেবু মিয়ার ছোট ছেলে সবুজ আল মামুন তার বন্ধুদের নিয়ে বাংলাদেশী কানাডা প্রবাসী ভাইদের কাছ থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ করেন। সখিপুরের বহুরিয়া গ্রামের ২৫টি মসজিদ (সমাজ) প্রতিনিধিদের মাধ্যমে প্রতি সমাজে ১০টি নিম্নমধ্যবিত্তÍ পরিবারের তালিকা করে ২৫০ এর অধিক পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, চিনি, সেমাই, আতপ চাল, সাবান সহ ঈদ উপহার হিসেবে দেওয়া হয়।

এ সময় মানব কল্যাণ সোসাইটির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় প্রথম ও দ্বিতীয় ধাপে বিতরণ কার্যক্রম শেষ করতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ কানাডা প্রবাসী ভাইদের। আসুন আমরা যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। তিনি আরো বলেন, নিজেরা মিলে ছোট ছোট ভালো কাজ করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে ইনশা আল্লাহ। সুদিন আসবে, আলো ছড়াবেই। এভাবেই ছড়িয়ে পড়বে মানবিকতা।

সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করেন ঢাকায় বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী এস এ শাহীন, সাবেক ইউপি সদস্য মো. আমির হোসেন, রাসেল আল মামুন, মো. সুমন হোসেন সজীব, আমিনুল ইসলাম, নাহিদ সুলতান প্রমুখ।

Related Articles

Close