ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

বোনের মৃত্যুর খবর পেয়েও আকবরের ভাবনায় ছিলো ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক: বিশ্ব মঞ্চে নিজেদেরকে চেনানোর দিনে অনেক কিছু্ই আড়ালে রয়ে গেছে দলীয় ক্রিকেটারদের, কোচ এবং অন্যান্য স্টাফদের। তার মধ্যে দলপতি আকবার আলীর বিষয়টি পুরোপুরিই হৃদয় বিদারক।

অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন শুরুর আগে সবকিছু ঠিকঠাকই ছিলো আকবর আলীর। অপেক্ষায় ছিলেন বড় বোনের সন্তান জন্মদানের। হঠাৎ করেই এক বিষাদের বার্তা পান দলীয় অধিনায়ক। বড় বোন যমজ সন্তান জন্মদানের সময় চিরতরে প্রস্থান করেছেন। এমন সময়েও নিজেকে সামলে নিয়ে দলের প্রয়োজনে বিলিয়ে দিয়েছেন নিজেকে।

ঘটনাটি ঘটে গত ২২ জানুয়ারি। যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান আকবরের বড় বোন। ততদিনে যুব বিশ্বকাপের দুই ম্যাচ জিতে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে। বোনের মৃত্যুর পরদিনই আকবরদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। টিম ম্যানেজম্যান্টের কাছে সেই খবর পৌঁছে গেলেও আকবরের পরিবারের অনুরোধে তাকে সেই খবর জানানো হয়নি। পরদিন ম্যাচ শেষে আকবর পান বোনের মৃত্যর খবর।

এমন খবরে পুরো দলই কান্নায় ভেঙে পড়েছিল। শোকাবহ সেই ‍মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আকবর নিজেই। পুরো দলকে একসঙ্গে দিয়েছেন বার্তা। সেই বার্তায় শোক পরিণত হয়েছিল শক্তিতে। বোনের মৃত্যুর শোক ভুলে দলকে আগলে রেখে একের পর এক ম্যাচ খেলেছেন আকবর। দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতিয়েছেন বিশ্বকাপ।

যুব দলের সতীর্থ মৃত্যুঞ্জয়ের ভাষ্য,`আকবর চাপা স্বভাবের। নিজের ভেতরে কি চলছে তা বুঝতে দেয়না কাউকে। আপুর মুত্যুর পরও উনি বিশ্বকাপ নিয়ে চিন্তা করছিল।’

Tags

Related Articles

Close