ক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

যু্‌ব বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

u 19 world cupক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আজ সোমবার রাজধানীর এক অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হলো অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের বিস্তারিত সময়সূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও আইসিসির মহা ব্যবস্থাপক (ক্রিকেট) জেফ এলারডিসসহ বিসিবির কর্মকর্তাগণ। তবে অনুষ্ঠানের সব আলো কেড়ে নেন অনুষ্ঠানে অংশ নেয়া তিন ক্রিকেটার—সাঙ্গাকারা, তাসকিন ও মুস্তাফিজ।

সূচি অনুযায়ী জানুয়ারির ২৭ তারিখ চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা- বাংলাদেশ ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের যুব বিশ্বকাপের।

ঢাকার দুটি ভেন্যুসহ চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের খেলাগুলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে ৯টি, ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়াম থেকে ৭টি এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ৪টি খেলা সরাসরি সম্প্রচার করা হবে।

দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের আয়োজক হিসেবে নাম লেখানো বাংলাদেশের গ্রুপে (‘এ’ গ্রুপ) রয়েছে দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া।

এক নজরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং:

গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, নামিবিয়া।
গ্রুপ ‘বি’ : পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কানাডা।
গ্রুপ ‘সি’ : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, ফিজি।
গ্রুপ ‘ডি’ : অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, নেপাল।

নিউজরুমবিডি.কমের সম্মানিত পাঠকদের জন্য বাংলাদেশ দলের খেলার সময়সূচি দেয়া হলো-

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যাচগুলোর সময়সূচি:

২৭ জানুয়ারি: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (চট্টগ্রাম)
২৯ জানুয়ারি: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড (কক্সবাজার)
২ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া (কক্সবাজার)

Tags

Related Articles

Close