জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

চট্রগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণ ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। রোববার কমিশনের বৈঠক শেষে ২৯ মার্চ চসিক নির্বাচনে ভোট গ্রহণ হবে বলে ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ মার্চ। আপিল ২ থেকে ৪ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। আরো জানানো হয়, ঐ একই দিনে বগুড়া-১ আসন ও যশোর-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Tags

Related Articles

Close