বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে ইউএনও অবরুদ্ধ

oboroddoবিশেষ প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন আদালত পরিচালনাকারী সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম।

আজ শনিবার দুপুরে পলিথিন ও পলিব্যাগে চাল বিক্রির অপরাধে কয়েকটি দোকানে অভিযান চালাতে গিয়ে তিনি অবরুদ্ধ হন। পরে সখীপুর বাজার বণিক সমিতি সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে আদালত সখীপুর বাজারের চালের দোকানে অভিযান চালিয়ে ছয় দোকানদারকে জরিমানা করে। এ খবর ছড়িয়ে পড়লে সখীপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ওই অভিযান বন্ধ করার জন্য প্রথমে অনুরোধ জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তা প্রত্যাখ্যান করলে বাজারের ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ করে ইউএনওকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন। পরে বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলামের সহযোগিতায় ইউএনও তড়িগড়ি করে গাড়িতে উঠে চলে যান। পরে মুখতার ফোয়ারা চত্বরে সখীপুর-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন সখীপুর বাজারের শতাধিক ব্যবসায়ী।

Tags

Related Articles

Close