বিনোদন

সাড়া পাচ্ছে আকাশ আমিনের শর্ট ফিল্ম ‘শীতের জামা’

মুক্তির পর থেকেই বেশ সাড়া পাচ্ছে চলচ্চিত্রটি।

মানিক খান; বিনোদন প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে জোরালো এক মেসেজ দিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শীতের জামা’। যেই গল্পে মদ ও মাদকতার বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ইউটিউবে অবমুক্ত করা হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। মুক্তির পর থেকেই বেশ সাড়া পাচ্ছে চলচ্চিত্রটি।

গল্পের মূলে তুলে ধরা হয়েছে, ইয়াং জেনারেশন যারা মদ ও মাদকে আসক্ত হয়ে যে পরিমাণ টাকা নষ্ট করে, সেটা না করে যদি এই টাকাগুলো দিয়ে গরীব অসহায়দেরকে সাহায্য করে এবং ফুটপাতের এতিম শিশুদের জীবন গঠনের দায়িত্ব গ্রহণ করে তবেই তো দেশ ও সমাজ বদলে যাবে।

মানবিকতার কাহিনী নিয়ে ‘শীতের জামা’ লিখেছেন আজিশা রহমান ইতি, পরিচালনায় ছিলেন আকাশ আমিন। নির্বাহী পরিচালক কাজী সবুজ, ক্যামেরায় ছিলেন সজীব খান। পোস্ট বক্সের ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শহীদ খান। এতে অভিনয় করেছেন প্রিমা, নিলয়, মাহি, জয়, মোবাশ্বের, মেঘলা, বাবু প্রমুখ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন..

Tags

Related Articles

Check Also

Close
Close