বিনোদন
শেখ ফজলে নূর তাপসের জন্য গান লিখলেন হাসান মতিউর রহমান
যদি রাত পোহালে শোনা যেত খ্যাত বিখ্যাত গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান এবার গান লিখলেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত ঢাকা দক্ষিনের মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের জন্য। এ বিষয়ে তিনি তার ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন। তার পোষ্টটি হুবহু তুলে ধরা হলো।
“৩০ জানুয়ারী ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন। দুপুরে ফোন পেলাম। নির্বাচনী গান লিখতে হবে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর। রাতে গান নিয়ে গেলাম উনার অফিসে। সাথে আব্দুল মতিন ভূঁইয়া ভাই। মানুষ গিজ গিজ করছে। তিল ধরণের ঠাঁই নেই। আমাদের লেনিন ভেতরেই ছিলো। আমাকে দেখেই তাপস সাহেব ভীষণ সম্মান দিলেন। গান দেখলেন এবং খুব পছন্দ করলেন। নিজেই টেবিলে টোকা দিয়ে তাল বাজাচ্ছিলেন। চোখে মুখে নির্মল উচ্ছ্বাস। কালকের মধ্যেই রেকর্ড করার তাগিদ দিলেন। মিষ্টি খেয়ে বিদায় নিলাম। শুরু হলো নতুন প্রজেক্ট। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”