বিনোদন

প্রথমবার বশির আহমেদ সম্মাননা পাচ্ছেন ছয় গুণী

bas

বিনোদন প্রতিবেদক;নিউজরুমবিডিঃ ২০১৪ সালের ১৯ এপ্রিল প্রয়াত হন দেশের অন্যতম প্রথিতযশা সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বশির আহমেদ। গুণী এই শিল্পীর চলে যাওয়ার পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবার প্রদান করা হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’।

সোমবার (১৮ নভেম্বর) বশির আহমেদের ৮০তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অায়োজন করা হয়েছে ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’।

কারা পাচ্ছেন প্রথমবারের বশির আহমেদ সম্মাননা- এমন প্রশ্নের উত্তরে বশির আহমেদপুত্র রাজা বশির বাংলানিউজকে বলেন, ‘এবার ছয়জন গুণীকে আমরা সম্মাননা দিচ্ছি। এর মধ্যে সংগীতশিল্পী হিসেবে ফেরদৌসি রহমান, সুরস্রষ্টা হিসেবে শেখ সাদী খান, গীতিকবি হিসেবে শহীদুল্লাহ্ ফরায়জী, যন্ত্রসংগীতশিল্পী হিসেবে চন্দন দাস, সাংবাদিকতায় নাসির আহমেদ এবং বিশেষ ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন মুস্তফা কামাল সৈয়দ।

সম্মাননা অনুষ্ঠানে বশির আহমেদের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা পর্বে অংশ নেবেন- গুণী সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকবি-চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার ও সংগীতশিল্পী খুরশীদ আলম।

Tags

Related Articles

Close