বিনোদন
নাসরিন মুস্তফার নতুন নাটক “বাঘ “
মোঃ মানিক খান বিনোদন প্রতিনিধিঃএবার ঢাকার মঞ্চে আসছে বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরিন মুস্তাফার আরো একটি নতুন নাটক।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা নাটক “বাঘ”। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু বান্দরবান বেড়াতে গেলে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নেতা বঙ্গবন্ধুকে একটি বাঘের বাচ্চা উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধু ঢাকায় ফিরে বাঘটি ঢাকা চিড়িয়াখানায় দান করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, পাকিস্তানের প্রেতাত্মারা এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায়। বনের অবোলা পশু বাঘটিকে একটি বদ্ধ ঘরে না খাইয়ে কষ্ট দিয়ে মারে। তার অপরাধ ছিল সে বঙ্গবন্ধু বাঘ তাই। নাটকটি নির্দেশনা দিয়েছেন বর্তমান সময়ের গুণী নির্দেশক ডঃ আইরীন পারভীন লোপা। ইতিমধ্যেই নাটকটি র কারিগরি প্রদর্শনী করা হয়েছে শিল্পকলার পরীক্ষন হলে।আগামী মাসে থেকে নাটকটি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য নিয়মিত প্রদর্শনী শুরু হবে। নাটকটি মঞ্চে আনছে “দৃশ্য কাব্য রিপারটেরি”। বঙ্গবন্ধু প্রেমী সকলকে নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়েছে ” দৃশ্য কাব্য রিপারপটরি কর্তৃপক্ষ।