বিনোদন

কন্ঠশিল্পী শাম্মী আখতারের জন্মদিন আজ

Image may contain: 1 person, closeup

নিউজরুমবিডি; রাফিউজ্জামান রাফিঃ আজ প্রয়াত জনপ্রিয় কন্ঠশিল্পী শাম্মী আখতারের জন্মদিন। আজ থেকে ৬৩ বছর আগে এই দিনে জন্মগ্রহন করেন বাংলা সংগীতের এই কিংবদন্তি গায়িকা। তবে বরাররের মতো এবারের জন্মদিনে তিনি আর উপস্থিত নেই। কেননা গতবছর (২০১৮) ১৬ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকেলে  হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

কিন্তু শিল্পী মরে যায়, তার শিল্প মরে না। তেমনই আজ তার জন্মদিনে তিনি না থাকলেও তার গানগুলো ঠিকই রয়েছে। তার গাও জনপ্রিয় গানগুলো হলো, ‘ঢাকা শহর আইসা আমার’, ‘আমি তোমার বধূ’, ‘মনে বড় আশা ছিল’, ‘আমি যেমন আছি’, ‘বাংলার মাটি’, ‘বিদেশ গিয়ে’, ‘সইতে পারি না’, ‘ঝিলমিল’, ‘আমার মনের বেদনা’, ‘ফুলে ফুলে বাসা’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা’, ‘এই রাত বলে’ প্রভৃতি।

Tags

Related Articles

Close