ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টেস্টে সাকিবের ‘দ্বিতীয়’ দশ

Bangladesh v Australia - 1st Test: Day 4জেড.আই জহির : ঢাকা টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির পর প্রথম বল। সাকিবের ঘূর্ণি বল অফ সাইডে খেলতে গিয়ে লাইন মিস করলেন গ্লেন ম্যাক্সওয়েল। বলটি নিচু হয়ে আঘাত হানলো সরাসরি স্টাম্পে। আর সাথে সাথেই ম্যাচে ১০টি উইকেট লাভ করলেন সাকিব আল হাসান।
 
একই সাথে টেস্ট ক্যারিয়ারে সব মিলিয়ে ক্যারিয়ারের ১৭তম পাঁচ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। এ ছাড়া টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০টি উইকেট নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরআগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে ১০টি উইকেট নিয়েছিলেন সাকিব।
 
ঢাকা টেস্টে গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতেই উসমান খাজাকে আউট করেন সাকিব। আজ সকালে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ১৩০ রানের জুটি ভাঙেন এবং মাত্র ১৩ রানের ব্যবধানে দুজনকেই সাজঘরে ফেরত পাঠান সাকিব।
 
সাকিবের চতুর্থ শিকার ম্যাথু ওয়েড। মধ্যাহ্ন বিরতির আগেই ৪ উইকেট নিয়ে রেখেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল স্পিনার। ফিরে এসে ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচে দশ উইকেটের স্বাদ নেন সাকিব।
Tags

Related Articles

Close