জাতীয়পরিবেশবাংলাদেশসর্বশেষ নিউজ
খানসামায় কয়েক হাজার পরিবার পানিবন্দী
শেখ সাইদুল আলম সাজু, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় কয়েক হাজার পরিবার কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের আত্রাই নদীর কোল ঘেষে নেউলা, কায়েমপুর, জোয়ার, জুগীরঘোপা, দুহশুহ সহ আরো কয়েকটি গ্রামের প্রায় ১৫০০ পরিবার পানিবন্দী হয়ে আছে। সরেজমিনে দেখা যায়, জোয়ার গ্রামে প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবার, জুগীরঘোপা গ্রামে প্রায় ২৫০-৩০০ পরিবার, কায়েমপুর গ্রামে প্রায় ৪০০ পরিবার, নেউলা গ্রামে প্রায় ১৫০ পরিবার, দুহশুহ গ্রামে প্রায় ৫০ পরিবার পানিবন্দী রয়েছে।
তাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় হাঁটু পরিমান পানি লেগে আছে। রান্না ঘর পর্যন্ত পানি উঠায় অনেকে রান্না-বান্নাও করতে পারে নি। জোয়ার গ্রামের খনিজ, বেনু রনজিত মনোরঞ্জন, ধুপেন, বসন্ত, ভুপতি, দয়াল, মানিক, কারিনী, জুগীরঘোপা গ্রামের ইব্রিহিম, আকতারুল, এমদাদুল, জাহিদুল, সহিদুল, হবিবর, সামু, কাসেম, তাজ উদ্দীন , এয়াজউদ্দীন, রশিদুল, ওহাব ডাঃ, সহিদুল, হায়দার, বিশু, জহির, দুলাল, আনোয়ার, গিরিজ, পুর্ণ, গংগা, রাখাল, নেউলা গ্রামের আনারুল, সাইফুল, রহমান, কায়েমপুর গ্রামের কার্তিক, সুকুমার মাস্টার, দুহশুহ গ্রামের আদিবাসী চান্ডু, সামু এদের সাথে কথা হলে তারা জানান, টানা বৃষ্টির কারনে আমাদের বাড়ির ঘর পর্যন্ত পানি উঠেছে। এর ফলে অনেকে দু’দিন ধরে রান্না পর্যন্ত করতে পারি নি। দোকান থেকে শুকনা খাবার কিনে এনে দিনকাল চালাতে হচ্ছে।
সরেজমিনে আরো দেখা যায় ৪ নং খামারপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ সাজেদুল হক সাজু প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে খোঁজখবর নিচ্ছেন। কার কি ক্ষতি হচ্ছে তাদের সাথে ভাল-মন্দ বিনিময় করছেন। চেয়ারম্যান মোঃ সাজেদুল হক সাজুর সাথে কথা হলে তিনি জানান, এ বারের বন্যায় খানসামা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ৪ নং খামারপাড়া ইউনিয়নের। বিশেষ করে জোয়ার, কায়েমপুর, নেউলা, জুগীরঘোপা, দুহশুহ গ্রামে প্রায় কয়েক হাজার পরিবার এখন পানিবন্দী। আবার অনেকের মাটির বাড়ি-ঘর ভেঙ্গে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় তা করব। এরপরও বন্যায় ক্ষতিগ্রস্থদের কথা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করা হয়েছে। তিনি শীঘ্রই তাদের জন্য ব্যবস্থা করবেন বলে আমরা আশাবাদী।