বাংলাদেশ
টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ।
এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি আধা-সরকারি,স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনিমিত ভাবে উত্তোলন। প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা যাতে যথাযথ মাপ, সঠিক রং ও বিধি মোতাবেক যথাযথ সম্মানের সঙ্গে উত্তোলিত ও অর্ধনিমিত রাখা হয় সে লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
সকাল ৮টায় একযোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকাল সাড়ে ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে ভাসানী হল মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, মহিলা এমপি মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনসহ বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ, এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠণ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় জাতির পিতার স্মরণে ভাসানী হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর নির্মিত “চিরঞ্জীব বঙ্গবন্ধু” ও “আমাদের বঙ্গবন্ধু” প্রামান্য চিত্র প্রদর্শনী।
দুপুর ১২টায় শোক দিবসের সাথে সঙ্গতি রেখে ভাসানী হলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত।
বাদ যোহর বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল। সুবিধাজনক সময়ে জেলার সকল মন্দির, গির্জা, প্যাগোডা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থণা।
সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। ১৬ আগষ্ট রয়েছে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল মিলনায়তনে মহিলা সমাবেশ, আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
এছাড়া গত ১০ আগষ্ট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চিত্রাংকন ও সঙ্গীত প্রতিযোগিতা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে ১৪ আগষ্ট সকাল ১০টায় শিশুদের জন্য শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
বিকেলে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ ও নাথ প্রতিযোগিতা হয়েছে।
অপর দিকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকালে কোরআন খানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনব্যাপী জেলা আওয়ামীলীগ ও টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে শহরের ১৮টি ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে।
এছাড়াও সন্ধ্যায় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দলীয় কার্যালয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন রয়েছে বলে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার ১৩ ওয়ার্ড কাউন্সিলর সাইফুজ্জামান সোহেল তথ্যটি নিশ্চিত করেছেন।