ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

মার্চে শ্রীলংকা সফর করবে বাংলাদেশ

15941210_1885627648336530_3443855200896684600_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলমান বছরের মার্চে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ শেষ করে ৯ এপ্রিল দেশে ফিরবে মুশফিক-মাশরাফি বাহিনী।

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজের জন্য খসড়া সফরসূচি তৈরি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলবি)। সেই খসড়া সময়সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়েছে তারা এবং সেই সূচীতেই সবুজ সংকেত দিয়েছে বিসিবি।

ফলে এক মাসের এই সফরে আগামী মার্চের ৭-১১ তারিখে গলে শুরু হবে দ্বিপাক্ষিক দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের দ্বিতীয় টেস্টটি পি.সারা ওভালে অনুষ্ঠিত হবে ১৫-১৯ মার্চ।

টেস্ট সিরিজ শেষে আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। হাম্বানটোটায় প্রথম ম্যাচে মাঠে নামবে উভয়দল। এরপর সিরিজের বাকি দুইটি ওয়ানডে পর্যায়ক্রমে ২৯ মার্চ এবং ১ এপ্রিল ডাম্বুলায় খেলবে বাংলাদেশ-শ্রীলংকা।

এরপর কলম্বোতে আগামী ৫ ও ৮ এপ্রিল দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবে টাইগাররা।

Tags

Related Articles

Close