বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান

মুক্তার হাসান টাঙ্গাইল থেকে ।। টাঙ্গাইল পৌরসভার পার্ক বাজারে ওজন কম দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনাকারী দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসতানজিদা পারভীন বুধবার দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিক্তিতে জানা যায় দীর্ঘদিন যাবৎ এ বাজারের মুরগী বিক্রেতারা সাধারণ ক্রেতাদের ওজনে কম দিয়ে আসছিল বলে অভিযোগ উঠছিল। তারই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের মুরগী ব্যবসায়ী হাবিব ও ওমর আলীকে কেজিতে ২’শ গ্রাম কম দেয়ার অপরাধে উভয়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।

একই বাজারের খাবার হোটেল ব্যবসায়ী লিয়াকতকে নোংরা পরিবেশ ও বাঁশি খাবার রাখার অপরাধে ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।

Tags

Related Articles

Close