বাংলাদেশসর্বশেষ নিউজ

১৩ ডিসেম্বর এই দিনে টাঙ্গাইলের মির্জাপুর হানাদারমুক্ত হয়

mirzapur mapমুুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর মির্জাপুর হানাদার মুক্ত দিবস। আজ থেকে ৪৫ বছর আগে ৭১’র এই দিনে মির্জাপুর পাকহানাদার মুক্ত হয়। এ জন্য মির্জাপুরবাসীকে দিতে হয়েছে অনেক রক্ত এবং লড়তে হয়েছে অনেক সম্মুখ যুদ্ধে।

৭১’র ৩ এপ্রিল এ উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান-সাটিয়াচড়ায় ঢাকার বাইরে পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হয়। এরপর একে একে উপজেলার পাথরঘাটা, নয়াপাড়া, হিলড়া এবং ভররাসহ অনেক স্থানে পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেক সম্মুখযুদ্ধ হয়। ৭ মে উপজেলা সদরের মির্জাপুর এবং আন্ধরা গ্রামে পাকবাহিনী প্রথম গণহত্যা চালায়।

এছাড়া ১০ থেকে ১৮ মে পর্যন্ত দানবীর রণদা প্রসাদা সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহাসহ এ উপজেলার বিভিন্ন স্থান থেকে পাকবাহিনী এবং তাদের এদেশীয় দোসররা শতাধিক নিরীহ বাঙ্গালিকে ধরে নিয়ে হত্যা করে। অবশেষে ১৩ ডিসেম্বর এই দিনে তৎকালীন সার্কেল অফিসে (বর্তমান ইউএনও অফিস) অবস্থানরত পাকবাহিনী মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পন করেন। এই আত্মসমর্পনের মধ্যদিয়ে মির্জাপুর উপজেলা পাকহানাদার মুক্ত হয়।

এদিকে মির্জাপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড  কাউন্সিল শহরে র‌্যালি ও সমাবেশ করবে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।

Related Articles

Close