ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মাশরাফি

14650189_1840669102832385_8528239561987651147_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার প্রকাশিত বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা নয় নম্বরে উঠে এসেছেন মাশরাফি। এর আগে তার সেরা র‌্যাঙ্কিং ছিল দশ, ২০০৯ সালে।

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওয়ানডে মিলে ১২ উইকেট নিয়েছেন মাশরাফি। দুই সিরিজে নিজের দারুণ পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সুনীল নারিনকে টপকে শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট (রেটিং ৭৩১)। ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার নারিন নেমে গেছেন দুইয়ে (রেটিং ৭২৫)। দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির (রেটিং ৭১২)। চারে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (রেটিং ৬৯০), পাঁচে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (রেটিং ৬৭৫)।

দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন সাকিব আল হাসান (রেটিং ৬৬০), তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা সাতে অবস্থান করছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ (রেটিং ৬৫৫)। আটে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (রেটিং ৬২৮), নয়ে মাশরাফি (রেটিং ৬২৩), দশে আফগানিস্তানের মোহাম্মদ নবী (রেটিং ৬১৯)।

Tags

Related Articles

Close