ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টাইগারদের বিপক্ষে খেলতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ

15356660_1868060443426584_8646997786717405003_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রনে ঢাকায় এসেছেন ওয়েস্টে ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) প্রধান ডেভ ক্যামেরন। বদলে যাওয়া বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় এসে এমনটাই জানিয়েছেন ডব্লিউআইসিবি প্রধান।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিআইপি লাউঞ্জে বসে বিপিএলের কুমিল্লা-রংপুর ও ঢাকা-খুলনার ম্যাচ দেখেন ক্যামেরন। সেই সময় ধারাভাষ্যকারদের সঙ্গে আলাপকালে ক্যামেরন জানান, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন দেখতেই নাকি তিনি এখানে এসেছেন।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ক্যামেরন বলেন, ‘আমি বিসিবির অতিথি হয়ে এখানে এসেছি। বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতি, কিভাবে ওরা উন্নতি করছে তা, দেখতে এসেছি। একই সঙ্গে কথা বলবো কবে ওদের সঙ্গে খেলা যায়, সামনে কখন সিরিজ আয়োজন করা যায়।’

ডেভ ক্যামেরন আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট দারুণ উন্নতির পথে আছে। বিশেষ করে দেশের মাটিতে ওদের বিপক্ষে খেলতে ভয়ই লাগবে আমাদের। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল আমাদের। শুধু বাংলাদেশই নয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি।’

Tags

Related Articles

Close