বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
মুুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও স্কুল কমিটির সদস্যবৃন্দ।
জানা যায় গত ২১ আগস্ট (রবিবার) দুপুরে আচমকা ঝড়ে লন্ড ভন্ড হয়ে যায় টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আলোকদিয়া গ্রাম। মুহূর্তের মধ্যে ধ্বংশ হয়ে যায় শত শত ঘড়বাড়ী।
গত ২৪ আগস্ট (বুধবার) বিকালে কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান এবং ঝড়ে ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ।