জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ফুলবাড়ীতে লক্ষ টাকার ভারতীয় শাড়ীসহ ২ জন আটক

মোস্তাফিজুর রহfulbari-sharee-thiefমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে এক লাখ টাকা মূল্যের ৮৮টি ভারতীয় শাড়ী-চাদরসহ ফরিদুল ইসলাম (২০) ও ছাবেদুল ইসলাম (২৫) নামে ২ যুবকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (০৪ নভেম্বর) ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী এক লাখ টাকা মূল্যের ৮৮টি ভারতীয় শাড়ী-চাদরসহ ফরিদুল ইসলাম (২০) ও ছাবেদুল ইসলাম (২৫) নামে ২ যুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের নিমতলা মোড়ে দুটি কাপড়ের পোটলাসহ ধৃত ফরিদুল ও ছাবেদুলকে আটক করে তাদের নিকট থাকা দুটি কাপড়ের পোটলা তল­াশী চালালে ভারত থেকে চোরা পথে আসা, ভারতীয় কোম্পানী রাজেস খান্না টেক্সটাইলে তৈরী ৫৪ টি শাড়ী ও ৩৪টি শাল চাদর পাওয়া যায়, এ সময় ভারতীয় শাড়ী-চাদর গুলো জব্দ করে, তাদেরকে আটক করা হয়।

আটক ফরিদুল ইসলাম বিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও ছাবেদুল ইসলাম একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আক্কেল আলী বাদি হয়ে আজ শুক্রবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারায় একটি মামলা দায়ের করেছেন, যার মামলা নং ০৩।

Related Articles

Close