ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
সাকিব তান্ডব-ঘূর্ণিতে কুপোকাত মোহামেডান
জেড.আই. জহির: চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজকে অনন্য কারিশমা দেখিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট ও বলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে নাস্তানাবুদ করে ছেড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথমে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন প্রতিপক্ষের বোলারদের উপর এবং বল হাতে ঘুর্ণিতে কুপোকাত করেছেন মোহামেডোনের ব্যাটিং শিবির।
বুধবার ডিপিএলে সুপার লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বীকে কাছে পেয়ে যেন ব্যাটে-বলে জ্বলে উঠেন সাকিব আল হাসান। সাভারের বিকেএসপিতে ব্যাট হাতে মাত্র ২৪ বলে ৫৭ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাকিব তার ইনিংসে ২টি চার ও ৫টি ছক্কার মার মারেন। অন্যদিকে বল হাতে ঘুর্ণি ঘুরিয়েছেন তিনি। ৬.৩ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ১৮ রান খরচায় নেন মোহামেডানের ৫টি উইকেট। লিষ্ট ‘এ’ ক্যারিয়ারে সাকিবের এটা সেরা বোলিং ফিগার। তার অলরাউন্ডার নৈপূণ্যে মোহামেডানকে ২৬০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড।