ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
ঘরের মাঠে সবাই বাঘঃ সাব্বির
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ ‘যে যখন হোমে খেলবে সে হচ্ছে বাঘ। আমরা হোমে খেলছি, তারা এখানে আসছে।’ উত্তরেই স্পষ্ট সাব্বির ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে কতটা আত্মবিশ্বাসী। বুধবার মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এভাবেই শুরু করেন সাব্বির রহমান রুম্মন।
আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মূল কারণ জানালেন সাব্বির, ‘ঘরের মাঠে বাংলাদেশ টানা ৬টি সিরিজ জিতেছে। পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলকে আমরা হারিয়েছি। ইংল্যান্ডের হয়ে কে আসল আর কে আসল না। সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা শুধু ভাবছি আমরা ইংল্যান্ডের বিপেক্ষ খেলব।’
বিশ্বকাপের আত্মবিশ্বাসেও উজ্জীবিত সাব্বির। তার ভাষ্য, ‘বিশ্বকাপের ওদের আমরা হারিয়েছি, এর আত্মবিশ্বাস আমাদের মধ্যে অবশ্যই আছে। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো খেলি, ইনশাআল্লাহ সিরিজ জিততে পারব।’
অবশ্য প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে যথেষ্ট সমীহও করছেন টাইগার ব্যাটসম্যান, ‘ইংল্যান্ড অনেক ভালো দল। প্রস্তুতি ম্যাচে তিনশো রান (৩১০) তাড়া করা সহজ না। তারপরও তারা তাড়া করে জিতেছে। ওদের অনেক ভালো ব্যাটসম্যান, অনেক অভিজ্ঞতা আছে।’