ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার তামিম ইকবাল

15401082_1870568483175780_268610761094151547_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের পর্দা নেমেছে শুক্রবার। টুর্নামেন্ট শেষে সেরা রান সংগ্রাহক টাইগার ড্যাশিং ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল খান।

ব্যাট হাতে চিটাগং ভাইকিংস অধিনায়ক ১৩ ম্যাচে ৬ ফিফটিতে সর্বোচ্চ ৪৭৬ রান করেছেন। টুর্নামেন্ট শেষে তামিমের হাতে উঠে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের (বাংলাদেশি) পুরস্কার।

শুক্রবার বিপিএলের ফাইনাল ম্যাচ শেষে সবাইকে ছাপিয়ে এককভাবে শীর্ষ রান সংগ্রাহক বনে গেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। টেস্ট সহঃঅধিনায়ক তামিম ইকবাল এবারের বিপিএলে শুরু থেকেই মাঠ মাতিয়েছেন।

গ্রুপ পর্ব থেকে শুরু করে প্লে অফ রাউন্ড পর্যন্ত উত্তীর্ণ হওয়া চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল চলমান বিপিএলে ১৩ ইনিংসে ব্যাট হাতে ৪৩.২৭ গড়ে সর্বোচ্চ ৪৭৬ রান করেছেন। তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি এবারের বিপিএল আসরে ৪০০+ উর্ধ্বো রান করেছেন। বরিশাল বুলসের বিপক্ষে ৫১ বলে ১০টি চার ও ২টি ছ্ক্কার সাহায্যে ৭৫ রানের ইনিংসটি তার আসরে সর্বোচ্চ রানের স্কোর।

এছাড়া ভাইকিংস দলপতি আসরে ৬টি অর্ধ-শতক হাঁকিয়েছেন। ১১৫.৮১ স্ট্রাইকরেটে রান তুলা তামিম আসরে ৫৩টি চারের সাথে ১১টি ছক্কাও হাঁকিয়েছেন।

Tags

Related Articles

Close