সর্বশেষ নিউজ
বিকেলে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
নিউজরুমবিডি.কম: মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বহনকারী ইকে ৫৮২ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও দুবাইয়ে ফ্লাইট মিস করায় পরবর্তী সময়ে ইকে-৫৬৮ ফ্লাইটে করে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা।
এ সফরে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
আজ ঢাকায় আসছেন শুধু টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ।
ওয়ানডে সিরিজের তিন দিন আগে আসবেন ওয়ানডের ক্রিকেটাররা। তারপর আসবেন টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা।
আজ বিশ্রামে কাটিয়ে বুধবার দুপুর ২টায় ব্যাট-বল নিয়ে প্রস্তুতি শুরু করবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।
মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি হবে ৫ জুলাই । ৭ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে ম্যাচও হবে মিরপুর স্টেডিয়ামে।
এরপর ১৫ জুলাই চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত।
২১ থেকে ২৫ জুলাই চট্টগ্রামেই হবে প্রথম টেস্ট। সফরের শেষ টেস্ট হবে মিরপুরে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। ৪ আগস্ট ঢাকা ছাড়বেন সফরকারীরা।
টি-টোয়েন্টি ও ওয়ানডে না খেললেও টেস্ট দলে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও ভ্যারন ফিনল্যান্ডার।