বাংলাদেশবিনোদনসর্বশেষ নিউজ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি গাওয়া হলো ১২ ভাষায় (ভিডিওসহ)

নিউজরুমবিডি.কম: বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাইশ বছরের তরুণ নাবিদ সালেহীন নামের এক বাংলাদেশি ছাত্রের নেতৃত্বে ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি ১২টি ভাষায় গাওয়া হয়েছে।
১২ জন শিল্পীর কন্ঠে গানটি গাওয়া হয়েছে বাংলা, হিন্দি, ইংরেজি, ফরাসি, মালয়, জার্মান, রুশ, আরবি, নেপালি, স্পেনীয়, চীনা এবং ইতালীয় ভাষায়।
নাবিদ জানিয়েছেন, ‘অনেক দিন ধরেই ভাষা শহীদের স্মরণে কিছু করার ইচ্ছা ছিল।  কিন্তু প্রচলিত ধারা অনুযায়ী নয় অন্য রকম ভাবে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন নাবিদ। হঠাৎই মাথায় আসে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’গানটিকে যদি অন্য ভাষায় গাওয়া যায়, তবে কেমন হয়? যেমন ভাবা তেমনই কাজ।
জানা গেছে, প্রথমেই বিভিন্ন দেশের সঙ্গীত শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন নাবিদ। শিল্পীরা তার ডাকে সাড়া দিলে, বাংলা ছাড়া ১১টি ভাষায় গানটির অনুবাদ এবং সুর পাঠিয়ে দেন শিল্পীদের কাছে। ১২ জন গায়ক-গায়িকা গানটি বারোটি ভাষায় গেয়ে নাবিদের কাছে পাঠিয়ে দেন। আর এই গানটি নাবিদ তাঁর ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করেছেন।

Tags

Related Articles

Close