বাংলাদেশসর্বশেষ নিউজ

নারী দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা সভা

tangail 8.3.16.jpg nari dibosমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে।। “অধিকার, মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসসিডব্লিউএইচআর প্রকল্পের উদ্যোগে টাঙ্গাইলের ছিলিমপুর ইউনিয়নের ছোনাট গ্রামে গ্রামীণ জনপদের নারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রগতির আলো প্রত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান।

নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা সমন্বয়কারী এডভোকেট আতাউর রহমান আজাদ। ছোনাট অধিকার সুরক্ষা কমিটির সভাপতি পারুল আক্তারের সভাপতিত্বে অনান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ছোনাট অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক সূর্য ভানু, বেলতা অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমেনা বেগম, ছোনাট কিশোরী ক্লাবের সভাপতি তাসলিমা আক্তার, সাধারণ সম্পাদক অন্তরা বেগম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টঙ্গাইল ইউনিটের আইএফও এহসানুল হক খান ও আলম খান প্রমুখ। পরে ছোনাট কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tags

Related Articles

Close