বাংলাদেশসর্বশেষ নিউজ

ফুলবাড়ীতে মেধাবী ছাত্র সাব্বিরের চিকিৎসার সহায়তায় ফ্রেন্ডস্ গ্রুপ

fulbari...ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে নবম শ্রেণীর মেধাবী ছাত্র সাব্বিরের দুটি কিডনী বিকল হয়ে গেছে। ব্যয়বহুল চিকিৎসা খরচ চালাতে পারছে না সাব্বিরের দরিদ্র অভিবাবক। অর্থের অভাবে বিনা চিকিৎসায় মেধাবী ছাত্র মৃত্যুর প্রহর গুনছে। ঠিক সেসময় চিকিৎসার সহায়তার জন্য এগিয়ে এসেছে ফ্রেন্ডস্ গ্রুপ (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন)।

গতকাল রবিবার ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি ক্যাম্প সংলগ্ন রাঙ্গামাটি ছোয়ানীতে  ফ্রেন্ডস্ গ্রুপের কার্য্যালয়ে কমপক্ষে ১টি ডায়ালাইসিস করার জন্য আর্থিক সহযোগিতার টাকা প্রদান করা হয় সাব্বিরের বাবা হাসান আলীর কাছে।

এসময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি ও ২নং আলাদীপুর ইউপি ৩নং ওয়ার্ড সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মোঃ মজিদ তালুকদার ইমন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব বাবু, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মামুনূর রশিদ মামুন, প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ আহম্মেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ।

সাব্বির হোসেন (১৫) রাজারামপুর এস. ইউ. উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র। সে ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ৫ পেয়েছে এবং ৫ম শ্রেণীর পিএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ৫ এর পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি পায়। সাব্বির ফুলবাড়ী উপজেলার রাজারামপুর কাশিয়াডাঙা গ্রামের হাসান আলীর পুত্র। সাব্বিরের বাবা পেশায় একজন ভ্যান চালক। মা মোছাঃ সাবিনা বেগম গৃহকর্মী হিসেবে কাজ করতেন, ছেলের অসুস্থ্যতার কারণে এখন গৃহকর্মীর কাজ করতে পারেন না।

সাব্বিরের বাবা হাসান আলী জানান, গত শুক্রবার হঠাৎ করেই সাব্বিরের শারিরীক অবস্থা ভীষণ খারাপ হওয়ায় টি.এম হেলথ কেয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাদের এ্যাম্বুলেন্স দিয়ে দিয়ে সহযোগিতা করলে রংপুর ডক্টরস ক্লিনিকে ডায়ালাইসিস করার জন্য নিয়ে যাওয়া হয়।কিন্তু টাকা না থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হয়নি। রংপুর থেকে ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন ফ্রেন্ডস্ গ্রুপের মাধ্যমে কিছু আর্থিক সহযোগিতার ব্যবস্থা করার চেষ্টা করবেন। উনি আগেও ব্যক্তিগত ভাবে সহযোগিতা করেছেন। ফ্রেন্ডস্ গ্রুপের এই আর্থিক সহযোগিতা তার ছেলের চিকিৎসার কাজে খুবই গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগতেছে। তিনি আরও বলেন, সমাজে অনেক বিত্তশালী মানুষ আছে যাদের অর্থ থেকে সামান্য সামান্য সহযোগিতা করলে একমুঠে অনেক টাকা হতো। হয়তো বেচে যেতে পারে তার সন্তান।

ফ্রেন্ডস্ গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ মজিদ তালুকদার ইমন বলেন, সাব্বিরের চিকিৎসার সহায়তার জন্য ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যরা রক্ত দিয়ে সহযোগিতা ও আর্থিক সহযোগিতা ভবিষ্যতেও করার চেষ্ঠা থাকবে।

ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন বলেন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর সাথে যোগাযোগ করা হচ্ছে আর্থিক সহযোগিতার জন্য। সমাজের বিত্তবান মানুষকে সহযোগিতার জন্য আহবান জানানো হচ্ছে।

সকলে মিলে সাব্বিরকে বাঁচাতে এগিয়ে আসুন। মানবতার সেবায় এগিয়ে আসুন। নবম শ্রেণীর মেধাবী ছাত্র সাব্বিরকে চিকিৎসা খরচের জন্য সহযোগীতা করতে যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭৭৯৭১৬২৫১ (সাব্বিরের মায়ের মোবাইল নাম্বার) উক্ত নাম্বারে বিকাশ একাউন্ট চালু করা আছে। আপনার সামান্য সহযোগিতায় পারে সাব্বিরকে বাঁচাতে।

Tags

Related Articles

Close