খেলাধূলা

মাশরাফি খেলতে পারবেন তো?

স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের দলপতি মাশরাফি বিন মর্তুজার ইন্জুরির সাথে সখ্যতা বেশ অনেক দিনের! বরাবরই ক্রিকেট অনুরাগীদের মনোকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর ইনজুরি। যখন বাংলাদেশ ক্রিকেটের এ তারকা ভারতের সাথে ওয়ানডেতে জ্বলে ওঠার অপেক্ষায়- তখনি আবারো ভক্তদের শঙ্কায় ফেলে দিয়েছে তাঁর হাতের ইনজুরি।

চলতি মাসের ৪ই জুন রিক্সায় করে স্টেডিয়ামে আসার সময় পিছন থেকে একটি বাস মাশরাফিকে বহনকারী রিক্সা কে ধাক্কা দিলে পড়ে গিয়ে দুইহাতে আঘাত পান মাশরাফি।  এখন পর্যন্ত ব্যাটও হাতে ধরতে পারছেন না তিনি। অথচ একদিন বাদে ভারতের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এখন সংশয় দেখা দিয়েছে নড়াইল এক্সপ্রেস স্বরুপে প্রথম ম্যাচে খেলতে পারবেনতো?

ওয়ানডে ম্যাচের জন্য অনুশীলন চলাকালে নিজের হাতের অবস্থা নিয়ে তিনি জানান- “দুই হাতে ব্যান্ডেজ নিয়েই বোলিং করেতেছি। বোলিং করতে তেমন একটা সমস্যা হচ্ছেনা। কিন্তু এখন পর্যন্ত ব্যাট ঠিকভাবে ধরতে পারছি না। তাই ব্যাট করা নিয়ে একটু চিন্তায় আছি। তবে বোলিং করতে পারব সমস্যা নাই।”

তিনি আরো বলেন, “হাতে সাদা ব্যান্ডেজ থাকলে তো আর বোলিং করতে দিবেনা। তাই এর একটা ব্যবস্থা করতে হবে। আর ব্যাটিংয়ে একটু নিচের দিকে ব্যাট করতে নামব। সামনে আরো দুইদিন হাতে আছে। আশাকরি এই দুইদিনের মধ্যেই সেরে উঠব এবং প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারব।”

Related Articles

Close