ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
চ্যাম্পিয়ন হয়ে প্রতিশোধ নেওয়ার পালা বাংলাদেশের
প্রমিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতমধ্যে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটি এবং সেমিফাইনালসহ টানা চারটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে সালমা খাতুনের দল।
ফাইনালে ওঠার পাশাপাশি আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় প্রমিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের মেয়েরা। আজ জিততে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে ২০১৬ সালে বাছাইপর্বে আইরিশ মেয়েদের কাছে হারের প্রতিশোধও নিতে পারবে সালমা খাতুনের দল।
শনিবার নেদারল্যান্ডসের উট্রেক্টে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েদের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ পাপুয়া নিউগিনিকে হারায় ৮ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসকে মাত্র ৪২ রানে গুড়িয়ে দিয়ে ৭৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগ্রেসরা।
এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। আর সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল।