বিনোদন

ঢাকায় ওপার বাংলার সোহম

 বিনোদন ডেস্ক, নিউজরুমবিডি.কম: ‘রকেট’ ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতে গতকাল ঢাকায় আসেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম। ছবিতে সোহম বাংলাদেশের নায়িকা মিমের বিপরীতে অভিনয় করবেন।

রাজধানীর ভিক্টোরি হোটেলের ৬ তলার অডিটরিয়ামের এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

সোহম জানান, বাংলাদেশে আসার ইচ্ছে তার অনেক আগে থেকেই। যতটুকু না ছবি করার তাগিদ তারচেয়েও বেশি তাগিদ নারীর টান। সোহমের দাদু আর নানুর পৈতৃক বাড়ি বাংলাদেশেই। তবে সঠিক করে জায়গাটার নাম বলতে পারলেন না। বললেন শুধু ময়মনসিংহে ছিল তার দাদু আর নানুর বাড়ি। স্বল্প সময় নিয়ে আসায় এবার আর যাওয়া হচ্ছে না সেখানে। তবে এর পরেরবার যখন আসবেন তখন ঠিকই ঘুরে দেখবেন পিতৃপুরুষের ভিটেবাড়ি।

সোহম বলেন, ‘রকেট ছবিটা করছি তার কারণ দুই বাংলার মানুষের কাছেই আমি যেতে চাই। ছবিটা দুই বাংলাতেই দেখানো হবে। এক ছবি করে দুই বাংলার মানুষের কাছেই উপস্থাপন করার ব্যাপারটা সত্যিই এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার। আর মিমের কিছু বিজ্ঞাপন দেখেছি। বেশ ভাল অভিনয় করে ও।’

তিনি আরো বলেন, ‘একটি ছবি মানে সবার সহযোগিতার ফসল। এখানে একজন হিরো বা একজন হিরোইনের কিছু করার থাকে না। পরিচালককে যেমন ভাল নির্দেশনা দিতে হয় তেমনি হিরো হিরোইনদেরও ভাল পারফর্ম করতে হয়। কেউ একজন ফেল করলে কখনো কখনো পুরো ছবিটিই ফেল করে। তাই আমি ছবি করার আগে চিত্রনাট্য, নায়িকা, পরিচালক সবকিছুই সমানভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করি।’

‘ইন্দ্রনীল অনেক আগে থেকেই বাংলাদেশের ছবি করছেন, পরমব্রতও করে গেলেন আর আপনারও করার কথা ছিল। কিন্তু আসি আসি করেও আসছিলেন না। এত দেরি করার কারণ কি?’ এমন প্রশ্নের প্রেক্ষিতে সোহম বলেন, ‘কারণ আর কিছুই নয়, সুযোগ পাইনি বলেই কাজ করা হয়নি। ভালো কিছুর অপেক্ষায় ছিলাম। এখন সেই সুযোগটা পেয়েছি। বাংলাদেশের আরও কিছু ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে। আশা করছি সেগুলোও করতে পারব। আর ফাইনালি আজ বাংলাদেশে আসতে পারার জন্য আমার পরিচালক-প্রযোজককে ধন্যবাদ।’

 

Related Articles

Close