আন্তর্জাতিকবাংলাদেশ
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন মোদী
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকাল সোয়া ১০টার খানিক আগে ঢাকা পৌঁছলে- হজরত শাহজালাল বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার নিয়ে মোটর শোভাযাত্রাসহ রওনা হয়ে সকাল ১১টা ১৭ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী।
সেখানে তাকে অভ্যর্থনা জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সাভারের সংসদ সদস্য এনামুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবীর আহম্মেদ ভূইয়া, ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার হাবিবুর রহমান।
১১টা ২৫ মিনিটে নরেন্দ্র মোদী শহীদ বেদীতে ফুল দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান এবাং ফুল দিয়ে শহীদ বেদীর সামনে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।