আন্তর্জাতিকবাংলাদেশ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন মোদী

নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকাল সোয়া ১০টার খানিক আগে ঢাকা পৌঁছলে- হজরত শাহজালাল বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার নিয়ে মোটর শোভাযাত্রাসহ রওনা হয়ে সকাল ১১টা ১৭ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী।

সেখানে তাকে অভ্যর্থনা জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সাভারের সংসদ সদস্য এনামুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবীর আহম্মেদ ভূইয়া, ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার হাবিবুর রহমান।

১১টা ২৫ মিনিটে নরেন্দ্র মোদী শহীদ বেদীতে ফুল দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান এবাং ফুল দিয়ে শহীদ বেদীর সামনে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

Related Articles

Close