ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুর আবাসিক মহিলা কলেজে বসন্ত উৎসব ও মেধাভিত্তিক ছাত্রীসংসদের অভিষেক

mohila clgসিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ও মেধাভিত্তিক ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠান।

আজ রোববার কলেজ চত্বরে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াছ। কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ উপপরিদর্শক শওকত আলম, কলেজের অধ্যক্ষ মো. রেনুবর রহমান, ছাত্র সংসদের ভিপি সোনিয়া সুমি প্রমুখ।

এদিকে বসন্ত উৎসব উপলক্ষে কলেজের দেড় সহস্রাধিক শিক্ষার্থী দিনব্যাপি কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে।

প্রসঙ্গত, কলেজের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ভিপি, দ্বিতীয়স্থান অধিকারী জিএস, খেলাধুলায় প্রথমস্থান অধিকারী ক্রিড়া সম্পাদক ও সাংস্কৃতিক বিষয়ে প্রথমস্থান অধিকারী শিক্ষার্থীকে সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

Tags

Related Articles

Close