uncategorizedবাংলাদেশসর্বশেষ নিউজ

অতিরিক্ত ভাড়া অাদায় বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের

obaidulবিশেষ প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডিপো ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাময়িকভাবে জনভোগান্তি হলেও গণপরিবহণগুলোতে যেন সরকার নির্ধারিত ভাড়া নিতে বাধ্য হয়, সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে এ বৈঠকে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘রাজধানীতে ৬০ শতাংশ পরিবহণ সরকার-নির্ধারিত ভাড়া আদায় করছে, আর ৪০ শতাংশ আদায় করছে অতিরিক্ত ভাড়া। এই অতিরিক্ত ভাড়া অাদায় বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, বাসগুলো যেন অপরিষ্কার না থাকে এবং এ নিয়ে আর যেন কোনো যাত্রী অভিযোগ না করে, সে জন্য বিআরটিসির চেয়ারম্যান ও কর্মকর্তাদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

Related Articles

Check Also

Close
Close